নাম ঘোষণার পরেই প্রচার শুরু করল তৃনমূল, পিছিয়ে রইল বিজেপি এবং অন্যরা
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৮ই মার্চ, ২০২১: আগামী বিধানসভা নির্বাচনে ফালাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রী সুভাষ রায়ের নাম ঘোষণা হবার পর সোমবার সন্ধ্যা থেকে প্রচার শুরু করল তৃণমূলর। এদিন তৃণমূলের ফালাকাটার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল ফালাকাটা শহর পরিক্রমা করে ফালাকাটা ট্রাফিক মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। সেখানে প্রার্থী শ্রী সুভাষ রায় ফালাকাটার উন্নয়নকেই তুলে ধরেন এবং সেটাকেই হাতিয়ার করে তিনি আগামী নির্বাচনে লরবেন এমনটাই জানান তিনি। এই মিছিল ও পথসভা উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফালাকাটা ব্লক মহিলা সভানেত্রী শ্রীমতী সুতপা ভদ্র, ফালাকাটা ব্লক সাধারণ সম্পাদক শ্রী সুরেশ লালা জেলা সংখ্যালঘু সেল এ সভাপতি আবদুল মান্নান, ব্লক যুব সভাপতি শ্রী সুব্রত সহ ব্লক নেতৃত্ব। অন্যদিকে, প্রার্থীর নাম ঘোষণা না হওয়ার আরও কোন রাজনৈতিক দল প্রার্থী কেন্দ্রিক প্রচার শুরু করতে পারেনি।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)