দোলে সারাদিন জনসংযোগে মনোযোগ দিলেন বিজেপি প্রার্থী ডঃ শঙ্কর ঘোষ
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৮শে মার্চ, ২০২১: এবার দোল উৎসব কেও জনসংযোগের জন্যে বেছে নিল শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দল। বাদ গেল না বিজেপিও। আগামী ১৭ই এপ্রিল এবার শিলিগুড়ির বিধানসভা নির্বাচনের দিন। তবে নজর সব সময়েই থাকছে বিজেপিতে সদ্য আগত প্রার্থী ডঃ শঙ্কর ঘোষের দিকে। বিরধিরা এবং অতি নিন্দুকেরাও প্রকাশ্যে নিন্দা করলেও আড়ালে আবডালে নজর রাখছে বিজেপির শিলিগুড়ি কেন্দ্রে প্রচারের দিকে এবং প্রার্থী ডঃ শঙ্কর ঘোষের বিভিন্ন বক্তব্যের দিকে। ঠিক প্রতিদিন নিয়ম করে পার্টির তৈরি করা প্রচার অভিযানে নিজেকে মেলে ধরার চেষ্টা করে যাচ্ছেন এই প্রার্থী। আজ প্রচার শুরু হল রথ খোলা মাঠের পাশে দোল উৎসবে সামিল হয়ে। পরে একে একে সুভাষপল্লী বাজার, গঙ্গানগর, বসুন্ধারা, ইস্কন মন্দির, গান্ধীময়দান, মিলনপল্লী, চার্চ রোড, পাঞ্জাবীপাড়া ওয়ে শেষে ‘উত্তরায়ন’ টাউনশিপের হোলিকা দহন দিয়ে শেষ হল আজকের প্রচার। ইস্কন মন্দিরে দোলের পূজাও দিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তার সঙ্গে। সব কিছুর ফাকে ডঃ শঙ্কর ঘোষ সাংবাদিকদের সঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জানান – “সম্প্রতির উদ্দেশ্যেই এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞায় নেমেছি ময়দানে, বিজেপি সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সারা দেশে”।
ছবি: সংবাদচিত্র