ফালাকাটায় ভোট গণনার জন্যে ভোট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ১৬ই মে, ২০১৮: সকাল হতেই শুরু হবে ভোট গণনা। নির্ধারিত হবে প্রার্থীদের ভবিষ্যত। ফালাকাটা ভুটনিরঘাট হাই স্কুলে হবে ফালাকাটা ব্লকের সমস্ত কেন্দ্রের গননা। সেই ভোট গণনার জন্য কাউন্টিং অ্যাসিসটেন্ট ও কাউন্টিং সুপারভাইজরদের প্রশিক্ষণ হলো ফালাকাটা ভুটনিরঘাট হাই স্কুলে বুধবার বিকাল ৪ টা থেকে। কিন্তু এই প্রশিক্ষণ শুরু হতে বেশ কিছুক্ষণ দেড়ি হওয়ায় প্রশিক্ষণ নিতে আসা কর্মীরা রেগে যায়। এই পরিস্থিতিতে  ফালাকাটার জয়েন্ট বিডিও টি.ডি ভুটিয়া এসে প্রশিক্ষণ শুরু করতে দেরি হবার জন্য কর্মীদের কাছে খমা চেয়ে প্রশিক্ষণ শুরু করেন। এর পর ফালাকাটার বিডিও সকল প্রশিক্ষণ নিতে আসা সকল কর্মীদের উদ্যেশ্যে সুস্থ ভাবে গননা প্রকৃয়া সম্পন্য করার আহ্বান জানান। এরপর কর্মীরা প্রশিক্ষণ নেন।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!