মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করে বৃদ্ধ পিতার জমিদখলের চেষ্টা পুত্রের
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মাথাভাঙ্গা, ২২শে নভেম্বর, ২০১৮: বলপূর্বক জমিদখল পুত্রের, বৃদ্ধ পিতা-মাতাকে অন্ন তো দূরের কথা উল্টে পিতার একখণ্ড জমিও দখলের জন্য মানসিক এবং শারীরিক হেনস্থা করে পুত্র। অভিযোগ, পুত্র এবং পুত্রবধূ দশ বছর আগে আলাদা থাকে, আলাদা হওয়ার সময় জমি ও একটি দোকানও দেন ছেলেকে৷ কিন্তু, আবার বাড়ির পাশে একটি জমি বলপূর্বক দখল করতে আসেন, সেই সময় বৃদ্ধ দম্পতি বাধা দিলে ঘটে বিপত্তি। সেই সময় শারীরিক ভাবে হেনস্থা করা হয় পিতা-মাতাকে৷ ঘটনায় বৃদ্ধ পিতা অসুস্থ হয়ে পড়েন, বৃদ্ধাকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। লিখিত অভিযোগ দায়ের হয় মাথাভাঙ্গা থানায়৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা এক নং ব্লকের নয়ারহাট অঞ্চলের পূর্ব খন্ড বামুনিয়া গ্রামে। অভিযোগকারী মায়ের নাম স্বরসতী সরকার, তিনি জানান, “আমার দুই ছেলে আমি ছোট ছেলের সাথে থাকি, বড়ো ছেলে আলাদা থাকে কিন্তু বড়ো ছেলে নরোত্তম সরকার ও তার বউ এবং কিছু লোকজন আমার ধানের জমি দখল করতে এলে আমি ও আমার স্বামী বাধা দেই ,তখন আমার বড়ো ছেলে আমাকে ও আমার স্বামীকে মারধর করে এবং জমি দখল করে মারধর করায় আমার স্বামী অসুস্থ হয়ে পড়লে মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করি৷ এই ঘটনার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছি এবং আমি এই ঘটনায় দোষী আমার বড়ো ছেলে নরোত্তম সরকার ও তার স্ত্রী সুপ্তি সরকারের শাস্তি চাই৷
ছবি : স্বপন রায় বীর (টি.এন.আই)