তুফানগঞ্জে অনুষ্ঠিত হলো ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮
অভিজিৎ সাহা (টি.এন.আই তুফানগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, তুফানগঞ্জ, ২২শে নভেম্বর, ২০১৮: তুফানগঞ্জ ১নং পঞ্চায়েত সমিতির উদ্যোগে তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হলো প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা (প্রাথমিক) এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮। এই ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলা পরিষদের সদস্য তথা কোচবিহার জেলা ক্রীড়া সংসদের সহ সভাপতি পঙ্কজ ঘোষ।
তুফানগঞ্জে ১নং পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক তথা তুফানগঞ্জ ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ দাশগুপ্ত টি.এন.আই প্রতিনিধিকে জানিয়েছেন, তুফানগঞ্জ ১নং ব্লকের অন্তর্গত যে ১৪টি গ্রাম পঞ্চায়েত যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিলো সেখানে যে স্কুল প্রথম স্থান অধিকার করেছিল সেই সব স্কুলগুলো এখানে অংশগ্রহণ করেছে এবং আরো জানিয়েছেন এখানে যারা প্রথম স্থান অধিকার করবে তারা জেলায় খেলবে। এই ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা শাসক সমীরণ মন্ডল, তুফানগঞ্জ পৌরপতি অনন্ত কুমার বর্মা এবং তুফানগঞ্জ ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী বর্মন, তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার সচিব চানমোহন সাহা সহ অন্যান্য অতিথি বর্গ।
ছবি: অভিজিৎ সাহা (টি.এন.আই)