ধুপগুড়িতে টানা বৃষ্টিতে বাধ ভাঙ্গল, ধসে পড়ল সেতুর অ্যাপ্রোচ

সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, ধুপগুড়ি, ২রা জুলাই, ২০১৮: টানা বৃষ্টিতে ভাঙ্গল বাধ এবং ধসে পড়ল সেতুর অ্যাপ্রোচ। তার জেরে বিপর্যস্ত ধুপগুড়ি শহর সহ ব্লকের বিস্তীর্ণ এলাকা।পাশাপাশি নদীর জল ঢুকে জলবন্দি পরিবার এবং বিচ্ছিন্ন যোগাযোগ।প্রায় প্রতিদিনই বৃষ্টি হলেও শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে ধূপগুড়ি ব্লক জুড়ে জনজীবন ব্যাহত হয়ে পড়েছে। ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিন ডাঙাপাড়া এলাকায় বাধের একাংশ ভেঙ্গে গিয়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এবং ব্লকের  গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুর্শামারি এলাকায় জলবন্দী হয়ে পড়েছে কয়েকটি পরিবার।এলাকায় ঢুকে পড়েছে জলঢাকা নদীর জল। অন্যদিকে ধুপগুড়ি পুরসভা এলাকার ৪ নং ও ৬ নং ওয়ার্ড সংযোগকারী সেতুর অ্যাপ্রোচ ধসে পড়ে গিয়ে বিপদজনক অবস্থায় দাঁড়িয়ে সেতু। তবে আরো বৃষ্টি হলে ব্লকবাসীর অবস্থা শোচনীয় হয়ে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

সোমবার সকালে খবর পেয়ে ধুপগুড়ি ব্লক উন্নয়ন আধিকারিক দীপঙ্কর রায়, বিধায়ক মিতালী রায় এবং পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীপিকা ওরাও বারোঘরিয়া এলাকা পরিদর্শনে যান। এদিন সকালে খবর পেয়ে গধেয়ারকুঠি এলাকার  কুর্শামারি এলাকায় যায় বানারহাট সেচ বিভাগের এসডিও সুব্রত শূর এবং ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃনমূল জেলা সম্পাদক রাজেশ সিং।এদিন পুর এলাকার সেতুর অ্যাপ্রোচ ধসে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করে তড়িঘড়ি কাজ শুরু করার নির্দেশ দেন ভাইস চেয়ারম্যান। বারোঘরিয়ার দক্ষিন ডাঙাপাড়া এলাকার বাসিন্দাদের দাবি ঝুমুর নদীর বাধ জলের তোড়ে ক্রমেই ভেঙে যাচ্ছে। বর্তমানে নদীর পাশের রাস্তা একে বারে সরু হয়ে গিয়েছে।যা ক্রমাগত ভারী বৃষ্টিপাতের জেরে ভেসে যেতে পারে বলে আশঙ্কা বাসিন্দাদের।পাশাপাশি ওই এলাকাতেই একটি বাধের অংশ জলের তোড়ে ভেঙে গিয়েছে। ব্লক প্রশাসন সূত্রে দাবী, ওই বাধ মেরামত করার জন্যে ঠিকাদার সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। কিন্তু ওই সংস্থা মাঝপথেই কাজ স্থগিত রেখে চলে গিয়েছে বলে অভিযোগ। বর্তমানে বাধ্য হয়ে গ্রামবাসীরাই নিজে হাতে বাধ মেরামতের কাজ শুরু করেছেন।

ছবি: সুপ্রিয় বসাক (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!