সোমবার রাতে ছুরিকাহত হলেন কুচবিহার পুলিশের এক মহিলা পুলিশ কর্মী
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, কুচবিহার, ৩রা জুলাই, ২০১৮: কুচবিহার পুলিশ লাইনের কাছে এক মহিলা পুলিশ কর্মীর গলায় ছুরি দিয়ে আঘাত করল এক যুবক। সোমবার রাতে কুচবিহার শহরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা শহর জুড়ে। আহত মহিলা একজন পুলিশ কর্মী বর্তমানে সে কুচবিহার এম.জে.এন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত যুবকের নাম মানিক বর্মণ।
বর্তমানে তাকে আটক করেছে কুচবিহার কোতয়ালি থানার পুলিশ। জানা গেছে, আটক যুবকের বাড়ি দিনহাটায়। তিনি পেশায় একজন এন.ভি.এফ কর্মী। কেন এই মহিলা পুলিশ কর্মীর গলায় ছুরির আঘাত করলেন তা এখন অজানা। শত্রুতার কারন জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ছবি: মনোজ সরকার (টি.এন.আই)
Facebook Comments