অল্পের জন্যে রেহাই পেল নির্বাচনের আগে জটেশ্বরের সেতু শিল্যানাস অনুষ্ঠান
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২৬শে ফেব্রুয়ারি, ২০২১: অল্পের জন্যে বেঁচে গেল শিলান্যাস অনুষ্ঠান। শুক্রবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লিচুতলা এলাকায় সেতুর শিল্যানাস করা হলো। এদিন সেতুর শিল্যানাস করেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল সহ এলাকার বিশিষ্ট জনেরা। অনেকদিন ধরেই এলাকার মানুষের দাবী ছিল এই সেতু। উল্লেখ্য এদিন বিকালেই ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এবং সাথে সাথে শুরু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। একদিন দেরি হলেই হয়ত অপেক্ষা করতে হত নির্বাচন শেষ হওয়া অবধি।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments