মেটেলিতে মদ্যপ দাদার থেকে পারিবারিক অশান্তি এড়াতে খুন দাদাকে
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, মেটেলি, ৫ই মে, ২০১৮: মদ্যপ দাদার থেকে পারিবারিক অশান্তি এড়াতে দাদাকে খুন করল ভাই।মদ্যপান করে বাড়িতে অশান্তি করার ফলেধারাল অস্ত্র দি য়ে দাদার গলা কেটে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মেটেলি ব্লকের চালসা চা বাগানের খেলধুরা লাইন এলাকায়। অভিযুক্ত ভাই যদিও অভিযোগ অশ্বীকার করেছে। দুইভাই সহ মোট পাচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মেটেলি থানার পুলিশ। পুলিশ এদিন সকালে খবর পেয়ে সকালে মেটেলি ব্লকের চালসা চাবাগানের খেলধুরা লাইন থেকে ঐব্যাক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সুত্রেই জানা গিয়েছে মৃতের নাম শেওলাল খেরোয়ার (৪৮)। জানা গিয়েছে গত শুক্রবার রাত নটা নাগাদ মদ খেয়ে শেওলাল অশান্তি শুরু করে। ভাই সহ বেশ কয়েকজনকে মারধোরও করে। পুলিশের অনুমান সেই সময়ই এই ঘটনা ঘটতেপারে।যদিও পুলিশ পুরো ঘটনা জানতে তদন্ত শুরু করেছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)