ইসলামপুরে রবীন্দ্র স্পোর্টিংয়ের নকআউট ক্রিকেটে চ্যাম্পিয়ন শিলিগুড়ি চামুন্ডা
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৯: ইসলামপুর রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের পরিচালনায় স্থানীয় কোর্ট ময়দানে গৌতম গুপ্ত স্মৃতি চ্যাম্পিয়ন ও সুকুমার সাহা স্মৃতি রানার্সআপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো শিলিগুড়ি চামুন্ডা ব্রিগেড। বৃহস্পতিবার টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় শিলিগুড়ি চামুন্ডা ব্রিগেড বনাম শিলিগুড়ি আচিভার মুখোমুখি হয়। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শিলিগুড়ি চামুন্ডা। প্রথম ইনিংসে ব্যাট করে ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১১৫ রান সংগ্ৰহ করে শিলিগুড়ি চামুন্ডা ক্রিকেট দল। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৯.৪ ওভারে সবকটি উইকেট খুইয়ে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় শিলিগুড়ি আচিভার দলের ইনিংস। শিলিগুড়ি চামুন্ডা দলের হাতে গৌতম গুপ্ত স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয় এবং শিলিগুড়ি আচিভার দলের হাতে সুকুমার সাহা স্মৃতি রানার্সআপ ট্রফি ও নগদ ৩০ হাজার টাকা তুলে দেন বিশিষ্ট অতিথিরা। এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতির প্রতিনিধি জাভেদ আখতার, তৃণমূল ব্লক সভাপতি জাকির হুসেন, পুর কাউন্সিলর সত্যেন দাস সহ প্রয়াত গৌতম গুপ্ত ও সুকুমার সাহার পরিবারের সদস্যরা এবং রবীন্দ্র স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গের বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকসালবাড়ি ও ডালখোলা সহ ১৬টি দল নিয়ে টুর্নামেন্টের শুভারম্ভ করেছিল ইসলামপুর রবীন্দ্র স্পোর্টিং ক্লাব।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)