রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র জাতীয় স্তরে পুরস্কৃত হল

পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ১৪ই ফেব্রুয়ারি, ২০১৯: বিশ্ব উষ্ণায়ন নিয়ে প্রবন্ধ লিখে জাতীয় স্তরে পুরস্কৃত হল রায়গঞ্জ করোনেশন স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্র বিশ্বরূপ রায় চৌধুরী। বৃহস্পতিবার দিল্লির লোধিকলনীর অডিটোরিয়ামে গোটা দেশ থেকে আগত ৬৮ জন ছাত্রছাত্রীদের সাথে পুরস্কৃত করা হল বিশ্বরূপকেও। উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে টাটা বিল্ডিং ইন্ডিয়ার পক্ষ থেকে বিদ্যালয় ভিত্তিক প্রবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল রায়গঞ্জ দেবীনগরের বাসিন্দা বিশ্বরূপ। সেখানে প্রথম হওয়ার পর রাজ্যস্তরে প্রতিযোগিতায় অংশ নেয় সে। কলকাতার শিবানন্দ হলে রাজ্যস্তরের সেই প্রতিযোগিতায় মনোনীত হওয়ার পরে জাতীয় স্তরের প্রতিযোগিতায় ডাক পায় অষ্টম শ্রেনীর ছাত্র বিশ্বরূপ রায় চৌধুরী। বিশ্বরূপের বাবা নিমাই রায়চৌধুরী জানান, বিদ্যালয় ভিত্তিক প্রতিযোগিতা যখন হয়েছিলো তখন বিশ্বরূপ ষষ্ঠ শ্রেনীর ছাত্র ছিল। সংস্থার পক্ষ কিছুদিন আগে দিল্লিতে জাতীয় স্তরে প্রতিযোগিতা হওয়ার ব্যাপারটি জানানো হয়। সংস্থার পক্ষ থেকেই ছাত্র সহ একজন অভিভাবককে  দিল্লিতে যাওয়া আসা সহ যাবতীয় খরচ বহন করা হয়েছে। গোটা দেশে ৬৮ জন ছাত্রছাত্রীদের মধ্যে পশ্চিম বঙ্গ থেকে ৫ জন ছাত্রছাত্রীরা জাতীয় স্তরে অংশ নিয়েছে৷ এখানে প্রত্যেককে পুরস্কার হিসেবে সোনার মেডেল,মানপত্র সহ একটি করে ল্যাপটপ দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে শেষ সব ছাত্রছাত্রীদেরই সংস্থার পক্ষ থেকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়েছে রাষ্ট্রপতির সাথে দেখা করানোর জন্য। করনেশন স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জি বিশ্বরূপের এই সাফল্যে যথেষ্ট উচ্ছ্বসিত। তিনি জানালেন, ছাত্রছাত্রীরা যখন জাতীয় স্তরে বিদ্যালয়ের নাম উজ্বল করে তখন যথেষ্টই গর্ব অনুভব হয়৷ এর আগেও কলা উৎসবে জাতীয় স্তরে বিদ্যালয়ের নাম উজ্বল করে ছিল বিদ্যালয়ের ছাত্র বৈভব রায়৷ জাতীয় স্তরে বিদ্যালয়ের নাম উজ্বল করার জন্য বিশ্বরূপকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ছবি: পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!