ফালাকাটায় চা বাগানে যুবকের মৃতদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, ফালাকাটা, ৫ই সেপ্টেম্বর, ২০২০: ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ঘাসি লাইন এলাকার এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সন্দীপ ওরাঁও (২২)। এদিন বিকেলে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। এই বিষয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ইনচার্জ অরুপ বৈদ্য জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে।
ছবি: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments