তৃণমুল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙা

টি.এন.আই নিউজ সার্ভিস (টি.এন.এস)

বাংলাডেস্ক, টী.এন.আই, মাথাভাঙা, ৫ই সেপ্টেম্বর, ২০২০: বিজেপির বিক্ষোভ কর্মসূচী কর্মসূচী নিয়ে শুরু থেকেই উত্তেজনা মাথাভাঙায়। বিক্ষোভ কর্মসূচীতে মিছিল করে আসার সময় মাথাভাঙার হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের ছালনার পাড় এলাকায় তৃণমূল কর্মীদের মারধোর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ওই ঘটনায় তৃণমূলের এক ছাত্র নেতা সহ ৫ জন আহত হয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি হন। ঐ ঘটনার পর তৃণমূল কর্মীরা মাথাভাঙা শহরের শনিমন্দির লাগোয়া এলাকায় জমায়েত হতে শুরু করে। বিজেপির মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ কর্মসূচী শেষ হতেই সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষে মাথাভাঙা শহরের শনি মন্দির লাগোয়া এলাকায় দুই পক্ষ থেকে ব্যাপক বোমাবাজি করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। সে সময় বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। ঐ বিষয়ে স্থানীয় তৃনমূল নেতা আলিজার রহমান জানান “বিজেপি কর্মসূচীতে তৃনমূল বাধা দিতে যায়নি, তারাই তৃনমূল কর্মীদের ওপর হামলা চালিয়েছে, তাদের ৫ জন কর্মী গুরুতর মারধোর করে, তাদের হাসপাতাল ভর্তি করা হয়”৷ অন্যদিকে, বিজেপি নেতা অভিজিত বর্মণ বলেন “বিজেপির কোন কর্মী তৃনমূল কর্মীদের আক্রমণ করেনি, তৃনমূলের নিজেদের মধ্যে ঐ বিবাদ, আমাদের কর্মসূচি আমরা পালন করছি৷

ছবি: টি.এন.এস

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!