দারিভিটে এবার নিহত ছাত্রদের পরিবারের উদ্দেশ্যে নটিস জারি করল সি.আই.ডি

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২৮শে অক্টোবর, ২০১৮: পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে তদন্তে সহযোগিতা করার সিআইডির আবেদনে নারাজ দারিভিটে নিহত ছাত্রদের পরিবার। অন্যদিকে দারিভিট হাই স্কুলের মেইন গেট ও মাঠে ঢোকার রাস্তার মুখে রাজেশ – তাপসের ছবির ব্যানার লাগিয়ে সিবিআই তদন্তের দাবীতে অনড় দারিভিটবাসী। জানা গিয়েছে, ইসলামপুর থানার কেস নম্বর ৬১১/১৮ dt. ২০.০৯.২০১৮ u/s ১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩/৩৩২/ ৩৩৩/৩২৬/৩০৭/৩০২ IPC. R/w ৩/৫ ই. এস. এক্ট, সেকশন – ২৫/২৭ আর্মস এক্ট এন্ড ৯ এমপিও এক্ট. এর রেফারেন্সে সিআইডির তদন্তকারী অফিসার এস আই জদুলাল বর্মনের তরফে দারিভিটে নিহত রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার, নিহত তাপস বর্মনের বাবা বাদল বর্মন এবং জখম কৃপানাথ সরকার, বিপলব সরকার ও বাচ্চু সিকদারের কাছে পোস্ট মারফত ১৬০ সিআরপিসি নোটিশ রবিবার সকালে এসে পৌঁছায়।

সিআইডির নোটিশে উল্লেখিত ব্যক্তিদের আগামী ৫ নভেম্বর সকাল ১১টায় ইসলামপুর থানায় হাজির হয়ে তদন্তকারী অফিসারের সাথে দেখা করার উল্লেখ রয়েছে। সিআইডির নোটিশ দেখে ক্ষুব্ধ নিহত রাজেশের বাবা নীলকমল সরকার বলেন, আমরা সিআইডি তদন্ত চাইনি, আমরা সিবিআই তদন্ত চেয়েছি। আমাদের গ্রামের ঘটনা আমরা কোথাও যাবনা। কারো প্রয়োজন থাকলে এখানেই আসুক। ডিআইয়ের ডাকা আগামী কালকের মিটিংয়েও আমরা যাবনা। ইসলামপুরের বিডিও শতদল দত্ত বলেন, দারিভিট স্কুল খোলার বিষয়ে ডিআই আগামীকাল বিডিও অফিসেই সংশ্লিষ্ট সব পক্ষকেই সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!