মূল্যবৃদ্ধির ভারত বনধ্ এ থমকে গেল শিলিগুড়ির জনজীবন

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ১০ই সেপ্টেম্বর, ২০১৮: বামপন্থীদের বনধ্ এবং কংগ্রেসের হরতালের জোড়া ফলার বেশ প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন অংশে। এর কোনো বিরূপ হয়নি শহর শিলিগুড়িতেও। এদিন পেট্রোপণ‍্যের মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলনে শহরের রাজপথে নামে যৌথভাবে কংগ্রেস ও বাম শিবির।

এদিন শহরের জনজীবন ও রাস্তাঘাটে মানুষের সংখ্যা ছিল দৈনন্দিনের তুলনায় হ্রস্ব। নিত্য যানবাহন যেমন – বাস, রিক্সা, অটো, টোটো ইত্যাদি চলাচলের হারও ছিল প্রতিদিনের তুলনায় যথেষ্ট কম। শহরতলির সিংহভাগ দোকানপাট ছিল বন্ধ। তবে এই বনধের সমর্থন নেই তৃণমূলের। গতকালই পর্যটন মন্ত্রী শ্রী গৌতম দেব সাংবাদিকদের জানিয়েছিলেন যে ইস্যুটা প্রাসঙ্গিক তবে বনধ্ করে প্রতিবাদের বিরোধী তৃনমূল কংগ্রেস। এদিন বিকেল ৩:১৫ নাগাদ, কংগ্রেসের পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়, যা বাঘাযতীন পার্ক থেকে শুরু করে হাসমিচক ও হিলকার্ট রোড হয়ে শহর প্রদক্ষিণ করে।

ছবি ও ভিডিওঃ ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!