দলগাও চা বাগানে ‘দূরে কোথাও’ এর দ্বারা কম্বল ও মিষ্টি বিতরণ
অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ৮ই ডিসেম্বর, ২০১৮: কসবা নরেন্দ্রনাথ সেবাশ্রমের প্রকাশনা বিভাগ ‘দূরে কোথাও’ এর উদ্যোগে শনিবার ফালাকাটা ব্লকের দলগাও চা বাগানের দুস্থ পরিবারের মধ্যে শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা পাবার জন্য ১০০ টি কম্বল ও মিষ্টি উপহার দেওয়া হলো। এই মহতী কর্মকাণ্ডে উপস্তিত ছিলেন ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনিল অধিকারী, কসবা নরেন্দ্রনাথ সেবাশ্রমের সভাপতি সন্দীপা নন্দী, “দূরে কোথাও” ত্রৈমাসিক ম্যাগাজিনের সম্পাদক শ্রী অরিন্দম ভট্টাচার্য্য সহ সংগঠনের সদস্য বৃন্দ। শ্রী অরিন্দম ভট্টাচার্য্য বলেন, আমাদের সদস্যদের আর্থিক সহায়তায় ও ‘দূরে কোথাও’ ত্রৈমাসিক ম্যাগাজিন বিক্রি করে যা আয় হয় তার থেকে আমরা এই সেবামূলক কাজ করে থাকি। আমরা এই কাজে সকলের সহোজোগীতা কামনা করছি।
ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)