পুলিশ দিবস উপলক্ষে শিলিগুড়ির আইসি কে সংবর্ধনা দিল শিলিগুড়ি ক্রিকেট লাভার্স
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ২রা সেপ্টেম্বর, ২০২০: গতকাল ছিল পুলিশ ডে। এই উপলক্ষে এই দিন শিলিগুড়ি থানার আইসি শ্রী সুদীপ চৌধুরীকে পুস্পস্তবক এবং মেমেন্টো দিয়ে সংবর্ধিত করলো শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সংস্থার সভাপতি শ্রী মনোজ ভার্মা বলেন “এমন পুলিশ অফিসার শুধু শিলিগুড়িতেই নয়, গোটা রাজ্যের প্রতিটি জেলায় দরকার। তিনি সব সময় ক্রিকেটের পাশে দাঁড়ান, তিনি নিজেও ক্রিকেট খেলেন। এই বছর প্রথম ডিভিশন ক্রিকেট খেলেছেন শিলিগুড়ি সুভাষ স্পোর্টিং ক্লাবের হয়ে। এতো ব্যাস্ততার মধ্যেও স্টেডিয়াম এবং চম্পাসারি ক্রিকেট একাডেমী তে প্রাকটিস করতে যেতেন”। উল্লেখ্য, এর আগে ক্রিকেটার প্রিয়াঙ্কা কুর্মি এবং পুনাম সনি কে তিনি ব্যাট উপহার ও দিয়েছেন ইন্টার ডিস্ট্রিক্ট ওমেন্স ক্রিকেতে ভালো পারফর্ম করার জন্যে। এছারাও মনোজ বাবু বলেন “কোভিডের সময় শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পাশে দাঁড়িয়ে দুঃস্থ খেলোয়াড়দের খাদ্য সামগ্রী বিলি করতে সাহায্য করেছেন”। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ক্রিকেট লাভার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সেক্রেটারি শ্রী কৌশিক ঘোষ, শ্রী অভিজিৎ কর্মকার, শ্রী রাম চান্দ্র ঠাকুর, শ্রী রিতেশ সা, শ্রী পঙ্কজ রায় প্রমুখ।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)