মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে জালিয়াতি করে টাকা তুলে ধরা পড়ল ৫

বাংলাডেস্ক, টী.এন.আই, গুয়াহাটি, ১লা সেপ্টেম্বর, ২০২০: জালিয়াতির এক বিরাট ঘটনার পর্দা ফাঁস করল আসাম পুলিশ। আশ্চর্যের বিষয় হল এই ঘোটালার পেছনে উত্তরপ্রদেশ কে ৫ জন কে ধরল পুলিশের একটি স্পেশাল ভিজিল্যান্স সেল। সূত্রের খবর অপরাধ সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশের ৫ জন। এর মধ্যে স্পেশাল ভিজিল্যান্স সেল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এবং বস্তি জেলার ভেতরে হানা দিয়ে ৫ জন কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে জালিয়াতি করার মামলা রুজু হয়েছে। খবরের প্রকাশ অগাস্ট মাসের ১০ তারিখ আসামের মুখ্যমন্ত্রী দপ্তরের আধিকারিকদের মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে কিছু গোলমেলে আদান প্রদান ধরা পরে। তদন্ত শুরু হওয়ায় ধরা পড়ল কিছু অঙ্কের টাকা জালিয়াতি করে মুখ্যমন্ত্রী ত্রান তহবিল থেকে তোলা হয়েছে এবং তা মুখ্যমন্ত্রীর সই এবং চেক জাল করে। জালিয়াতির অনুস্নধানে একটি স্পেশাল ভিজিল্যান্স সেল ঘঠন করা হয় এব তার নেতৃত্ব দেন এসপি রোজি কালিতা। তারা উত্তরপ্রদেশের গোরক্ষপুরের এবং বস্তি জেলায় বিভিন্ন  গোপন ডেরায় হানা দিয়ে ৫ জন কে গ্রেপ্তার করে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হল মহঃ আরিফ, মহঃ আসিফ, সালজি এবং সরবেশ রাও আর রবীন্দ্র কুমার। তাদের জেরা করে জানা গেছে যে তারা এমন জালিয়াতি অন্য রাজ্যের সঙ্গেও করেছে। আজ গুয়াহাটির একটি স্পেশাল কোর্ট তাদের ১০ দিনের পুলিশের হেপাজতে পাঠিয়েছে।

ছবি সৌজন্যে: আসাম ট্রিবিউন

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!