বসন্তের আগে বসন্ত উৎসবের আমেজে ভরল ইস্লমাপুরের সাহিত্য আঙ্গিনা
সুশান্ত নন্দী (টি.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৮ই মার্চ, ২০১৯: বসন্তে যেন আলগোছে ছুঁয়ে গেল আজকের অনুভবকে। এমনই অনুভব কে সঙ্গী করে রবিবার ইসলামপুর রুরাল লাইব্রেরীতে অনুষ্ঠিত হলো আজকের অনুভব পত্রিকার সাহিত্য সংস্কৃতি বিভাগের উত্তরবঙ্গ শাখার মাসিক সাহিত্য পাঠের আসর। আলোচনায় অংশ নেন বিহার বাঙালি সমিতির সম্পাদক আশীষ ঘোষ, আজকের অনুভবের ডঃ বাসুদেব রায়, ডঃ প্রকাশ অধিকারী, অর্চণা মিত্র, কবি অরুনেশ্বর দাস, সমাজকর্মী স্বরূপনান্দ বৈদ্য, অন্তিম গুহ প্রমুখ। এদিন উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শ্রেয়শ্রী সাহা। প্রিয়াঙ্কা মজুমদারের নৃত্য যেন এক অসাধারণ উপস্থাপনা। স্বরচিত কবিতা পাঠে ছিলেন কথিকা সিনহা, তপন কুমার বিশ্বাস, কৃষ্ণকান্ত দাস, গীতাঞ্জলি কুন্ডু, প্রসূন সমাদ্দার, অনিল সাহা, মৌসুমী নন্দী, জয়দীপ মাহাতো,দ্বিজেন পোদ্দার, শ্রেয়সী দাস, প্রসূন শিকদার, উজ্জ্বল দত্ত, মিঠুন দত্ত স্বরচিত ছড়া পাঠে দুলাল দত্ত, পাশ্চাত্য সংগীতে সূর্যস্নাতা সাহা, লালন সাঁইয়ের গানে নদীয়ার লোক শিল্পী সুমি দাস বাউল, লোক গানে মনোনীতা চক্রবর্তী, জীবনমুখী পুণ্যশ্লোক শিকদার, স্বপ্না উপাধ্যায়রা মাতিয়ে দেন ওই আসর। একক আবৃত্তিতে ছিলেন মৃদুলা শিকদার, মিঠুন শিকদার। অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন প্রসূন শিকদার।
ছবি: সুশান্ত নন্দী (টি.এন.আই)