শিলিগুড়িতে শিল্পীমহল ও সমাজ সেবীদের যৌথ পরিবেশ সচেতনতা পথানুষ্ঠান
অভিজিত দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই, শিলিগুড়ি, ১৭ই জুন, ২০১৮: এই শিরোনামে শিলিগুড়ির তথা উত্তরবঙ্গের শিল্পীমহল এবং সমাজসেবী সংগঠনগুলির সম্মিলিত উদ্যোগে আজ ১৭ই জুন, রবিবার শিলিগুড়ি বাঘাযতীন মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়ে গেল একটি সাংস্কৃতিক সচেতনতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গ কে সচেতন করা।
সচেতন করা হল গান, বক্তব্য ও নাটকের মাধ্যমে। পথ অনুষ্ঠানে মানুষের মধ্যে পরিবেশ বাঁচানোর বার্তা দেওয়া হয়। এর সাথে সাথে সাক্ষর গ্রহন কর্মসূচিও চালানো হয়। আয়োজকদের পক্ষ থেকে শ্রী কুশল বোস জানান “আমাদের এই পরিবেশ দূষণের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হল আজ। এটা এই অনুষ্ঠানের পরেও আমরা চালিয়ে যাব”। আয়োজকরা শিলিগুড়ির সকল মানুষকে এই আন্দোলনে সামিল হওয়ার বার্তাও দেন।
ছবি: কৌশিক সেন (শিলিগুড়ি)