জলপাইগুড়ি ক্রিকেট লীগে কিশোরের বিরুদ্ধে আজ ৪ উইকেটে জিতল জলপাইগুড়ি অগ্রগামী সংঘ
প্রনব দাস (টি.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ২৭শে ডিসেম্বর, ২০১৮: জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ ক্রিকেট লীগের খেলায় আজ পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল জলপাইগুড়ি অগ্রগামী সংঘ এবং কিশোর মিলন সংঘ। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি কিশোর মিলন সংঘ। সেই মোতাবেক জলপাইগুড়ি কিশোর মিলন সংঘ ব্যাট করে ৩৬ ওভারে সব উইকেটের বিনিময়ে ১৪৪ রান করে। জলপাইগুড়ি কিশোর মিলন সংঘের হয়ে উল্লেখযোগ্য রান করে অজয় রাই (৪২) এবং আনারুল হক (২৮)। জলপাইগুড়ি অগ্রগামী সংঘের হয়ে ভাল বল করে অরিজিৎ ঘোষ এবং সৌরভ সরকার। তারা টিমের হয়ে ৩টি করে উইকেট দখল করে। এরপর ১৪৫ রানের লক্ষ্যমাত্রা রেখে ব্যাট করতে মাঠে নামে জলপাইগুড়ি অগ্রগামী সংঘ। তারা ৩১.৩ ওভারেই ৬ উইকেট হাড়িয়ে জয়ের জন্যে প্রয়োজনীয় রান তুলে নেয়। জলপাইগুড়ি অগ্রগামী সংঘের হয়ে ভাল রান করে দেবমাল্য বসু (২৩) এবং সুমন দাস (২৪)।জলপাইগুড়ি কিশোর মিলন সংঘের হয়ে ৪টি উইকেট দখল করে সঞ্জয় রাই। যথারীতি আজ জলপাইগুড়ি অগ্রগামী সংঘ ৪ উইকেটে আজকের খেলায় জয়লাভ করে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)