কুচবিহারে বিজেপি পর্যবেক্ষকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার, অভিযোগ তৃনমূলের দিকে

টি.এন.আই নিউজ সার্ভিস

বাংলাডেস্ক, টি.এন.আই, কুচবিহার, ১৮ই মার্চ, ২০১৯: বৈঠক শেষে ফেরার পথে এক বিজেপি নেতাকে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে৷ কুচবিহার জেলার শীতলকুচি ব্লকের ঠগেরডাঙ্গা এলাকার ঘটনা৷ অভিযোগ গতকাল রাত প্রায় আট টা নাগাত দলীয় বৈঠক সেরে বাড়ি ফিরছিলেন শীতলকুচির ব্লকের বিজেপি পর্যবেক্ষক বরেন চন্দ্র বর্মন এবং আর এক বিজেপি কর্মী৷ সেখানকার ঠগেরবাড়ি এলাকায় রাস্তায় তাঁদের বাইক আটকে দেন৷ এরপর, তৃণমূল পার্টি অফিসে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধোর করে বলে অভিযোগ৷ এরমধ্যে বিজেপি পর্যবেক্ষক শ্রী বরেন চন্দ্র বর্মন গুরুতর আহত হন৷ স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করে শীতলকুচি প্রাথমিক হাসপাতালে ভর্তি করান৷ এরপর, অবস্থা অবনতি হলে কুচবিহার এম.জে.এন হাসপাতালে ভর্তি করা হয়৷ অভিযোগ তৃণমূল কর্মীরা আচমকা হামলা চালায় ওই দুজন বিজেপি কর্মীর ওপর, একজনকে গুরুতর ভাবে মারধোর করে৷ এই বিষয়ে শীতলকুচি ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি আবেদ আলী মিয়া জানান “ঘটনা সত্য নয়, তৃণমূল কর্মীরা এমন কিছু করলে আমি জানতাম, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ”৷ কুচবিহার জেলা বিজেপি সভাপতি শ্রীমতী মালতী রাভা জানান “লোকসভায় আমাদের প্রার্থী দেয়নি এখনও খোলাখুলি বৈঠক ছাড়া সভার কাজ শুরু না করতেই শাসক দল তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীদের যেভাবে মারধোর করছে সেটা অন্যায়, কুচবিহারে সব জায়গায় আক্রান্ত হচ্ছে আমাদের কর্মীরা। এদিন আমাদের পর্যবেক্ষক শ্রী বরেন চন্দ্র বর্মনকে যেভাবে তৃণমূল কংগ্রেস তাঁদের পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধোর করেছে তাঁর জবাব মানুষ দেবে৷”

ছবি: টি.এন.আই চিত্র

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!