ইসলামপুরে আদালতের সামনে কর্মচারীদের বিক্ষোভ

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১৮ই মার্চ, ২০১৯: সাংবাদিককে মারধরের পর এবার আদালত কর্মীদের প্রতিও পুলিশের বর্বরতার নির্দশন মিলল উত্তর দিনাজপুরে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলা আদালতের জেলা জজের স্বৈরাচারী আচরণে বদলি ও পুলিশের বর্বতার প্রতিবাদে দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবীতে ইসলামপুরে সোমবার আদালতের কাজকর্ম বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করলো পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ইসলামপুর শাখার সদস্যরা। এদিন ইসলামপুরের মহকুমা দেওয়ানি ও ফৌজদারী আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মচারীরা। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ইসলামপুর শাখার সম্পাদক গঙ্গা প্রসাদ দাস বলেন,  রায়গঞ্জ জেলা আদালতের জেলা জাজ শ্রী উদয় কুমারের নিকট আমাদের সমিতির রায়গঞ্জ শাখার সদস্যরা কিছু দাবী নিয়ে দেখা করতে যান। জজ সাহেবের সাথে কোনরূপ কিছু হয়ে থাকলে উনিতো অসীম ক্ষমতার মালিক, উনি ডিপার্টমেন্টাল ব্যবস্থা নিতে পারতেন। পুলিশের মারে আমাদের পাঁচজন সহকর্মী গুরুতর আহত। তাই এই জেলা জজের স্বৈরাচারী আচরণে তাঁর বদলি ও পুলিশের বর্বতার প্রতিবাদে দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবীতেই আমাদের এই বিক্ষোভ। আমাদের এই বিক্ষোভ আগামীদিনে রাজ্যস্তরেও ছড়িয়ে পড়বে।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!