ধানতলায় বিদ্যুৎ চালিত নতুন অগভীর টিউবওয়েল স্থাপন কার্যের শিল্যান্যাস

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৬ই মার্চ, ২০১৯: জলকষ্ট থেকে পড়ুয়াদের মুক্তি দিতে ইসলামপুর ব্লকের ১৪টি স্কুলে প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যুৎ চালিত নতুন অগভীর টিউবওয়েল স্থাপন কার্যের বুধবার শিল্যান্যাস করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি ফারহাত বানু। এদিন ইসলামপুর ব্লকের ধানতলা হাই স্কুলে অনুষ্ঠিত শিল্যান্যাস অনুষ্ঠানেই দারিভিট হাই স্কুল, দারিভিট বালিকা বিদ্যালয়, পাচুরসিয়া হাই স্কুল, কালানাগিন মধুলাল স্মৃতি হাই স্কুল, মাটিকুন্ডা হাই স্কুল, জগতাগাঁও বালিকা বিদ্যালয়, বুড়িজাগির জুনিয়র হাই স্কুল, কোদালদহ জুনিয়র হাই স্কুল, সাতভিটা জুনিয়র হাই স্কুল, বেইরবাড়ি জুনিয়র হাই স্কুল, কাচনা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, উত্তর খোঁচাবাড়ি আশ্রাফিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্র ও.এন.এ.এইচ আলিমুদ্দিন আহমেদ মেমোরিয়াল মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের বিদ্যুৎ চালিত নতুন অগভীর টিউবওয়েল স্থাপন কার্যের শিল্যান্যাস করা হয়। এদিনের এই শিল্যান্যাস অনুষ্ঠানে ধানতলা হাই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ কাশিম, তৃণমূলের রাজ্য কোর কমিটির সদস্য জাভেদ আখতার সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এছাড়াও সহকারী সভাধিপতি ফারহাত বানু এদিন আরও বেশকয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। ফারহাত বানু বলেন, এদিন সোনামতি গেন্নাবাড়ি থেকে কালানাগিন আলিপুর মোড় পর্যন্ত ৩ কিলোমিটার পাকা সড়ক ১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কার্যের শুভ সূচনা করা হয় এবং রহতপুর মোড় থেকে দলঞ্চা নদী পর্যন্ত সড়কের সাড়ে ৮ লক্ষ টাকা ব্যয়ে মেরামতির কাজের সূচনা করা হয়। জাভেদ আখতার বলেন, আগে বাম আমলে শুধু শিল্যান্যাস হত। কাজ হতো না। এখন মমতা দিদির নির্দেশে ওয়ার্ক অর্ডার পাওয়ার পরই কাজের শিল্যান্যাস অনুষ্ঠিত হয়।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!