গৌর এক্সপ্রেস থেকে বিধায়কের ব্যাগ চুরি

দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক টি.এন.আই বালুরঘাট, ৩০শে নভেম্বর ২০১৭: বালুরঘাট-শিয়ায়লদাগামী গৌড় লিঙ্ক ট্রেনের এসি কামরায় কলকাতা যাবার পথেচুরি গেল বালুরঘাটের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর ব্যাগ। বিধায়কের পরিচয়পত্র সহ খোয়া গেল গুরুত্বপূর্ন সমস্ত নথি। নিরপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে পরেছে রেল কতৃপক্ষ। অভিযোগ দায়ের হল রেল পুলিশে। তবে ক্ষোদ বিধায়কের ক্ষেত্রে এমন হলে সাধারন মানুষের কি হতে পারে তা নিয়েই আতংক অনান্য যাত্রীদের। জানাগেছে, বুধবার সন্ধ্যায় বালুরঘাট থেকে গৌড়লিঙ্ক ট্রেনে চেপে বিধান সভায় যোগদান করতে কলকাতায় যাচ্ছিলেন বালুরঘাটের বিধায়ক তথা প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। সঙ্গে ছিলেন বালুরঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুচেতা বিশ্বাস ও বিশ্বনাথ বাবুর আত্মীয়রা। নিরাপত্তারক্ষীর হেফাজতেই রাখাছিল বিশ্বনাথবাবুর ব্যাগটি। ওই ব্যাগে বিধায়কের পরিচয় পত্র, সীল, ঘড়ি, ঔষুধ, ১২ হাজার টাকা নগদ সহ গুরত্বপূর্ণ নথি এবং পোশাক ছিল। গভীর রাতে বর্ধমান স্টেশন ছেড়ে যাওয়ার সময় ব্যাগটি কামড়াতে রেখে নিরাপত্তারক্ষী গিয়েছিলেন বাথরুমে। মিনিট কয়েকের মধ্যে ফিরে দেখতে পান ব্যাগটি উধাও। নিরপত্তারক্ষীর ডাকে ঊঠে পরেন কামড়ার সকলে। আশেপাশে খুঁজেও মেলেনা ব্যাগটি। বোঝা যায় চুরি গেছে সেটি। এরপরেই শিয়ালদা জিআরপিতে অভিযোগ জানানো হয়েছে।বালুরঘাট বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী জানান, বারবার ট্রেনে চুরি যাচ্ছে যাত্রীদের ব্যাগ ও গুরুত্বপূর্ন জিনিসপত্র। এবার তিনি পরলেন চোরেদের খপ্পরে। বারবার এমন ঘটনার জন্য তিনি ট্রেনের নিরপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

ছবি: দীপঙ্কর মিত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!