জি বাংলার ‘বনি’ অভিনয় করবে ফালাকাটার ছবিতে
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই ফালাকাটা, ৩০শে নভেম্বর ২০১৭: উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের পরিচালক বান্টি মন্ডলের হাত ধরে উত্তরবঙ্গের ডুয়ার্সে এসে পৌঁছেছেন কলকাতার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী,পশ্চিমবঙ্গের টেলি জগতে যিনি সবার প্রিয় মেয়ে “বনি”নামে পরিচিত, জি বাংলা চ্যানেলে “রাজজোটক”সিরিয়ালের মাধ্যমে তার অভিনয় জগতে আত্মপ্রকাশ,এছাড়া বিভিন্ন টেলিছবি,শর্টফিল্ম এ অভিনয় করে সুনাম অর্জন করেছেন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে,আজও সবাই তাকে “বনি”নামে একডাকে চেনে, তার অভিনয় জগতে আসার ইচ্ছে কোনোদিন ছিলো না বলে জানান নিজের মুখেই,কিন্তু বাড়ির লোকেদের উৎসাহে তিনি অডিশন দিতে চলে যান টেলিপাড়ায়,আর পিছন ফিরে তাকাতে হয়নি,একের পর এক সাফল্যে এসেছে ভালো কাজের মধ্যে দিয়ে,এই অভিনয়ে আসার জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণা জাগিয়েছেন তার মা কেবলমাত্র তার মায়ের অদম্য ইচ্ছার কাছে হার মেনে শেষে রাজি হয়েছেন “রাজজোটক”সিরিয়ালের অডিশন দিতে,তাতেই বাজিমাত,”রাজজোটক”সিরিয়ালের জনপ্রিয়তা যেরকম বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে অনামিকা চক্রবর্তীর জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার হাত ধরে আজ তিনি ডুয়ার্সের ছোট্ট শহর ফালাকাটায়,তিনি এখন শুটিং এ ব্যাস্ত পরিচালক বান্টি মন্ডলের “তোর অপেক্ষায়”ছবির কাজে,শুটিং এর কাজ প্রায় শেষ বললেই চলে,কিন্তু এই শুটিং এর ফাঁকে রাজজোটক এর নায়িকা ও এই ফিল্মের মূখ্য চরিত্রে অভিনয় করা অনামিকা ডুয়ার্সকে ভালো বেশে ফেলেছেন,ফালাকাটা, বীরপাড়া, কোচবিহার বিভিন্ন স্থানে শ্যুটিং চলাকালীন অবসর সময়ে জায়গাগুলো ঘুরে দেখেছেন,ফলে তার মনে ডুয়ার্সের প্রতি আলাদা আগ্রহ জমেছে,তা তিনি সবার কাছে স্বীকার করতে ভুলেন নি,ফালাকাটা তে ফিল্মের কাজের পাশাপাশি কলকাতার সিনেমা জগতে পরিচিত মুখ হবার জন্য প্রচুর কাজের অফার আসছে এক এক করে, কলকাতাতে পরিচালক অরিন্দম শীলের পরিচালনায় ছায়াছবি “আসছে আবার শবরে”ফিল্মের শুটিং এর কাজে যোগ দিবেন, তার কেরিয়ারের নতুন মাইলফলক হতে চলেছে “তোর অপেক্ষায়”ফিল্মটি,তিনি এখন পুরোপুরি ব্যাস্ত নিজের ফিল্মি কেরিয়ার নিয়ে,অন্য কোনো চিন্তাভাবনা ছেড়ে অভিনয়ের কাজে ডুবে থাকতে চান, বয়স কম হলেও তার কথাবার্তা যথেষ্ট পরিণত,তিনি কলকাতা চলচ্চিত্র জগত ও উত্তরবঙ্গের চলচ্চিত্র জগতের সাথে তুলনা করতে নারাজ,তবে তিনি এটুকু বলেছেন,কলকাতাতে কাজের চাপ এখানকার থেকে অনেক বেশি,অভিনেতা অভিনেত্রীদের খুব চাপে রাখা হয়,দিনে ২০ ঘন্টা শ্যুটিংয়ে ব্যাস্ত থাকতে হয়,আর উত্তরবঙ্গে কাজের পরিধি কম,সুযোগ সুবিধা কম,তিনি আশা করেছেন আগামী কয়েক বছরে উত্তরবঙ্গের সিনেমা জগতে আমূল পরিবর্তন আসবে এবং তা ফালাকাটার মতো ছোট্ট শহর পরিচালক বান্টি মন্ডলের হাত ধরেই,কিন্তু তিনি এর পাশাপাশি উত্তরবঙ্গের সিনেমা শিল্পীদের কাছে একটি বার্তা দিয়েছেন যে,খুব মন দিয়ে কাজ করার জন্য,কাজের মধ্য দিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরার জন্য,সর্বোপরি উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের লোকজনদের প্রতি আলাদা ভালোবাসা জন্মানোর জন্য তিনি শ্যুটিং শেষ করেও আগামী ৩দিন ফালাকাটাতে থাকবেন ও ডুয়ার্সের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াবেন ও আনন্দ উপভোগ করবেন। পরিচালক বান্টি মন্ডল জানান,আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে অথবা আগামী বছরের জানুয়ারিতে ফিল্ম রিলিজ করবে “তোর অপেক্ষায়”।