ইসলামপুরে ট্রাক চালকের দেহ ঘিরে চাঞ্চল্য
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৬ই মার্চ, ২০১৯: ইসলামপুরে গতকাল গভীর রাতে গলা কাটা ট্রাক চালকের উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল ইসলামপুর থানার কলেজ মোড় এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা এক লাইন হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে গলায় রক্তাক্ত জখম অবস্থায় ট্রাক চালককে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ট্রাকের খালাসিও ছিল না। গুরুতর জখম ট্রাক চালককে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থানান্তর করেন চিকিৎসকরা। ইসলামপুর থানার পুলিশ জানিয়েছে, জখম চালক মধ্যপ্রদেশ ভোপালের বাসিন্দা মুকেশ মেহতা বা মেহেরা। চালক নিজেই নিজের গলা ব্লেড দিয়ে কেটেছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ব্লেড উদ্ধার হয়েছে। গলা কাটা থাকার কারণে চালক ঠিকঠাক কিছু জানাতে পারেনি। চালক এক ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করেন। তবে প্ৰণয়ঘটিত কারনে চালক আত্মঘাতী হবার চেষ্টা করেছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)