পুলবামা হামলায় শহীদদের শ্রদ্ধা জানিয়ে কমলাগাঁও সুজালীতে বিএসএফের স্বাস্থ্য শিবির

দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৬ই মার্চ, ২০১৯: পুলবামা হামলায় শহীদদের শ্রদ্ধা জানিয়ে ইসলামপুর থানার কমলাগাঁও সুজালীতে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের সূচনা করলেন বিএসএফের কর্তা ও প্রধান নুরি বেগম। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি আব্দুল হক সহ অন্যান্যরাও। জানা গিয়েছে, ইসলামপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েতের কমলাগাঁও প্রাইমারি স্কুলে বিএসএফের ১৩৫ নম্বর ব্যাটেলিয়ানের পরিচালনায় মঙ্গলবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের শুরুতেই বিএসএফের কর্তা ও জওয়ানরা এবং সুজালী পঞ্চায়েতের প্রধান নুরি বেগম, অঞ্চল সভাপতি আবদুল হক সহ গ্রামবাসীরা প্রথমে জাতীয় সঙ্গীত ও পুলবামা হামলায় শহীদদের প্রতি একমিনিট শোক পালন করেন। বিএসএফের পক্ষ থেকে গ্রামবাসীদের চিকিৎসার পর বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এদিনের বিএসএফের এই স্বাস্থ্য শিবিরে একজন মহিলা বিশেষজ্ঞ ও শিশু বিশেষজ্ঞ সহ মোট চারজন চিকিৎসক উপস্থিত ছিলেন। কমলাগাঁও সহ আশপাশের বিভিন্ন গ্রামের সহস্রাধিক শিশু পুরুষ ও মহিলা এদিনের স্বাস্থ্য শিবিরে নিজেদের চিকিৎসা করান। বিএসএফের চিফ মেডিক্যাল অফিসার ডঃ আর জে সাহানি বলেন, আমরা সব সময়ই দেশবাসীর সেবায় তৈরি আছি। সে সীমান্তে আলার্ট থাকুক বা না থাকুক। সীমান্ত এলাকার বাসিন্দাদের যেকোনও রকমের প্রয়োজনে বিএসএফ সব সময় তৈরি আছে।

ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!