রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হতে চলেছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে
পার্থ চ্যাটার্জি (টি.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, রায়গঞ্জ, ১০ই জানুয়ারি, ২০১৯: বিগত চার বছর আগে ৩রা ফেব্রুয়ারি ২০১৫ রায়গঞ্জ শহর তথা উত্তর দিনাজপুর দেখেছিল এক ঐতিহাসিক মুহূর্ত। সেই দিন প্রতিষ্ঠা হয়েছিল জেলার প্রথম বিশ্ববিদ্যালয় অর্থাৎ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের। এবার আবার আগামী ৩রা ফেব্রুয়ারি ২০১৯শে রায়গঞ্জ শহর আরও এক ঐতিহাসিক মুহূর্ত দেখতে চলেছে। সেটা হল এই দিন শহরে অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান। আজ এক সাংবাদিক বৈঠকে এমনি ঘোষণা করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডঃ দূর্লভ সরকার। তিনি জানান, ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হয়েছিল। চার বছর পরে অর্থাৎ চলতি বছরের ৩রা ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের দিনেই সমাবর্তন অনুষ্ঠান করতে পেরে ভীষন খুশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে সমাবর্তন অনুষ্ঠান হবে। উপস্থিত সংবাদ মাধ্যম কে তিনি জানান যে ইতিমধ্যেই রাজভবনের তরফ থেকে সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল শ্রী কেশরী নাথ ত্রিপাঠীর উপস্থিত থাকার কথা জানানো হয়েছে। রাজ্যের শিক্ষাদপ্তর থেকেও শিক্ষামন্ত্রী ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের থাকার ব্যাপারে প্রাথমিক সম্মতি জানান হয়েছে৷ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ১০ জন পিএইচডি হোল্ডার সহ ৯৪ জন র্যাঙ্ক হোল্ডারকে স্বর্ন পদকদিয়ে সম্মান জানানো হবে। ১ জনকে ডক্টর অফ সাইন্সের সম্মান দেওয়া হবে৷ তবে এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডিলিট এবং অনারিজ কজা সম্মান কাদের দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি। আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিটিংয়ে হবে সেই ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ডঃ সরকার জানান, রাজভবনের তরফ থেকে এই নব বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান করার জন্যে অনুমতি দেওয়া রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্যে এক গুরুত্বপূর্ণ ব্যাপার।
ছবি: পার্থ চ্যাটার্জি (টি.এন.আই)