জলপাইগুড়ি ক্রিকেট লীগে রায়কতপাড়ার বিরুদ্ধে ৭২ রানে জয়লাভ করে চেতনা ক্লাব
প্রনব দাস (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, জলপাইগুড়ি, ৯ই জানুয়ারি, ২০১৯: জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার পরিচালনায় ২০১৮-১৯ সুপার ডিভিশন ক্রিকেট লীগের খেলায় গতকাল পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল জলপাইগুড়ির চেতনা ক্লাব এবং রায়কত পাড়া ক্রিকেট কোচিং সেন্টার। প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জলপাইগুড়ি চেতনা ক্লাব। সেই মোতাবেক জলপাইগুড়ি চেতনা ক্লাব ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭৬ রান করে। জলপাইগুড়ি চেতনা ক্লাবের হয়ে উল্লেখযোগ্য রান করে সুমিত রাউত (৪৪), শুভঙ্কর রাউত (২৮) এবং টিঙ্কু রাউত (২৬)। এরপর ১৭৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে মাঠে নামে জলপাইগুড়ি রায়কত পাড়া ক্রিকেট কোচিং সেন্টার। তারা মাত্র ৩২.২ ওভারেই সব উইকেট হাড়িয়ে মাত্র ১০২ রান করতে সক্ষম হয়। জলপাইগুড়ি রায়কত পাড়া ক্রিকেট কোচিং সেন্টার এর হয়ে সর্বোচ্চ ১৬ রান করে ঋষভ বিবেক। জলপাইগুড়ি চেতনা ক্লাব সংঘ ক্লাবের হয়ে ৮টি করে উইকেট দখল করে কৃষ্ণ রাউত। যথারীতি জলপাইগুড়ি চেতনা ক্লাব আজকের খেলায় ৭৭ রানে জয়লাভ করে।
ছবি: প্রনব দাস (টি.এন.আই)