ইসলামপুরে নাটকে উৎসাহী শিশুদের নিয়ে অনুষ্ঠিত হল ‘নাট্য কর্মশালা’

সুশান্ত নন্দী (টি.এন.আই সংস্কৃতি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ৯ই জানুয়ারি, ২০১৯: ইসলামপুরের নাট্য কর্মীদের ভাবনা আন্দোলিত হলো শিশু কিশোরদের নিয়ে। এই ভাবনায় তাই পরবর্তী প্রজন্মকে তুলে ধরতে তথা এগিয়ে নিয়ে যেতে ময়দানে নামলো অগ্নিশিখা নাট্য সংস্থা। শিশু কিশোরদের নিয়ে নাটকের দল তৈরি করতে হবে। ওরা জেলা এবং জেলার বাইরে মঞ্চ দাপিয়ে বেড়াবে। মূলত এই স্বপ্ন নিয়েই ওই নাট্য সংস্থার প্রথম পদক্ষেপ ‘নাট্য কর্মশালা’। গত রবিবার স্থানীয় টাউন লাইব্রেরী হলে আয়োজিত ওই কর্মশালায় অংশ নেয় প্রায় ষাট জন শিশু কিশোর পড়ুয়া। প্রশিক্ষণ দেন স্থানীয় শিক্ষক শ্রী সন্দীপ ভট্টাচার্য, নাট্যকর্মী শ্রী চন্দন সাহা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নাট্যকর্মী তথা বাচিক শিল্পী শ্রীমতী সৌমি ঘোষ। এদিন শিশু কিশোরদের হাতে কলমে অভিনয়ের মাধ্যমে নাটকের প্রশিক্ষণ দেওয়া হয়। পঠন পাঠনের একঘেয়েমীর বাইরে এসে ওই আনন্দদায়ক প্রশিক্ষণ মুগ্ধ করে বড়দেরকেও। সংস্থার উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী উত্তম সরকার জানান, আগামী মাসে থেকে তাদের সংস্থার উদ্যোগে খোলা হচ্ছে নাটক শেখানোর স্কুল। এই দিন প্রশিক্ষণ প্রাপ্ত উৎসাহী পড়ুয়াদের সেখানে তালিম দেওয়া হবে। এভাবেই শিশু কিশোরদের মধ্যে একদিকে যেমন নাটকের ভাবনা ছড়িয়ে দেওয়া হবে তেমনি তৈরি করা হবে নাটকের দলও। এই দিন প্রশিক্ষণের পর ছিল সন্ধ্যায় ছিল নাট্য উৎসব। উদ্বোধনী সংগীতে অংশ নেয় শ্রীমতী মিতুসি সরকারের পরিচালনায় সুর নিকেতনের শিল্পীরা। সেখানে শিশুদের দ্বারা পরিবেশিত হয় একটি অনুনাটক। ছিল শ্রুতি মঞ্জিলের সদস্যদের দ্বারা আয়োজিত শ্রুতি নাটক ‘মে আই হেল্প ইউ?’ অংশ নেন শ্রীমতী মঞ্জরী পাল ধর, শ্রীমতী শ্রেয়া দাসগুপ্ত, শ্রীমতী সম্পা শেঠ, শ্রীমতী তপতী শিকদার, শ্রীমতী গৌতমী সাহু, শ্রীমতী মৃদুলা শিকদার এবং শ্রীমতী মধুমিতা চক্রবর্তী। নাটক ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এদিন সংস্থার তরফে শ্রী প্রভাত তালুকদার স্মৃতি সম্মান তুলে দেওয়া হয় নাট্যকর্মী গৌতমী সাহু, শ্রী মনিশঙ্কর দাস, শ্রীমতী মিলি তালুকদার, শ্রী গোপাল ব্যানার্জী, সংগীত শিল্পী শ্রী সঞ্জীব বাগচী, সাংস্কৃতিক সংগঠক ও সঞ্চালক সুশান্ত নন্দী, বালুরঘাটের নাট্যকর্মী তথা বাচিক শিল্পী শ্রীমতী সৌমি ঘোষ প্রমুখকে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শ্রীমতী নুপুর বোস, নৃত্যে শ্রীমতী প্রিয়াঙ্কা মজুমদার। উপস্থিত ছিলেন নৃত্য শিল্পী শ্রীমতী শিপ্রা রায়, শ্রীমতী আইভি বিশ্বাস, সমাজ কর্মী শ্রীমতী সম্পা শেঠ, কবি শ্রী ভবেশ দাস, শ্রী নিশিকান্ত সিনহা, প্রাবন্ধিক শ্রী বাসুদেব রায়, ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি শ্রী সঞ্জয় দত্ত, বাচিক শিল্পী পায়েল পাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী মিঠুন দত্ত।

ছবি: সুশান্ত নন্দী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!