ফালাকাটায় অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার জেলা এবিটিএ’র ত্রি-বার্ষিক সন্মেলন

অরুনাংশু মৈত্র (টি.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, ফালাকাটা, ১৯ই নভেম্বর, ২০১৮: নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বা এবিটিএ’র আলিপুরদুয়ার জেলা শাখার দ্বিতীয় ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হলো গতকাল ফালাকাটা উচ্চবিদ্যালয়ে। এই সন্মেলনের উদ্বোধক ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির কেন্দ্রীয় পরিষদের সহ সম্পাদক শ্রী প্রিয় নিয়োগী। উপস্তিত ছিলেন রাজ্য কমিটির সহ সভানেত্রী মল্লিকা সাহা, আলিপুরদুয়ার জেলা সম্পাদক শ্রী বিদ্যুত্ সরকার, জেলা সহ সভাপতি তথা ফালাকাটা জোনাল কমিটির সম্পাদক ডঃ প্রবীর রায়চৌধুরী সহ আলিপুরদুয়ার জেলার ৭টি জোনাল কমিটির ১৪০ জন প্রতিনিধি ও অতিথিবৃন্দ। এই দিনের সন্মেলন ফালাকাটা কে আলিপুরদুয়ার জেলার দ্বিতীয় মহকুমা করার দাবিকে গুরুত্ব দিয়ে বিদ্যালয়গুলিতে শূন্যপদে অবিলম্বে শিক্ষক নিয়োগ, বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক পার্শশিক্ষক দের নূন্যতম ১৮ হাজার টাকা বেতন দিয়ে সমকাজে সমবেতন, পিএফ-এ সুদের হার বৃদ্ধি, আচরণ বিধির নামে শাস্তি বাতিল, ডিআই দপ্তরে আমলাতান্ত্রিক প্রথা বাতিল করে কাজের গতি আনতে হবে এই সকল বিভিন্ন দাবিদাবা উঠে আসে। সন্মেলন শেষে ৩০ জনের জেলা কমিটি গঠিত হয় ও রাজ্য সন্মেলনের জন্য ১০ জনের প্রতিনিধি স্থির করা হয়। আগামী একমাসের মধ্যে এই ৩০ জনের জেলা কমিটির মধ্যে সম্পাদক মন্ডলী গঠন করা হবে বলে সন্মেলনে স্থির হয়।

ছবি ও ভিডিও: অরুনাংশু মৈত্র (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!