নস্যশেখ সম্প্রদায়কে তফসিলি জাতির অন্তর্ভুক্তকরনের দাবীতে ফালাকাটায় হল আলোচনা সভা

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা, ১লা জানুয়ারি ২০১৮: গোটা রাজ্যের ন্যায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দক্ষিণ ধূলাগাও নিম্ন বুনিয়াদি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল নস্যশেখ উন্নয়ন মঞ্চের আলোচনা সভা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মুখপাত্র গোলাম নবী আজাদ, জলপাইগুড়ি জেলা সভাপতি জাকির হুসেন, আলিপুরদুয়ার জেলা সভাপতি সইফুর রহমান, সাধারণ সম্পাদক আজিজ আলি আহমেদ প্রমূখ। এদিন নস্যশেখ সম্প্রদায়ের তরুণ নেতা গোলাম নবী আজাদ কে কেন্দ্র করে উৎসবের বাতাবরণ তৈরি হয় স্কুল প্রাঙ্গণে। ছাত্র, যুব, মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন আলোচনা সভায় নস্যশেখ সম্প্রদায়ের পিছিয়ে পড়া এবং আর্থ সামাজিক দিক থেকে অনুন্নত পর্যায়ের কারণ তুলে ধরে বক্তব্য প্রদান করেন তিনি। সংবাদ মধ্যমকে গোলাম নবী আজাদ জানান, নস্যশেখ সম্প্রদায়ের উন্নয়নের স্বার্থে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে চলছি, ইতিমধ্যেই বিষয়টি সাংসদ, জেলাশাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক ও অন্যান্য বিশেষ আধিকারিকের মাধ্যমে লিখিত দাবি পত্র পাঠানো  হয় মুখ্যমন্ত্রীর কাছে। উত্তরবঙ্গের নস্যশেখ সম্প্রদায় মুলত সামাজিক, অর্থনৈতিক ও সাংবিধানিক ভাবে বঞ্চিত। এই সম্প্রদায় কে তফসিলি জাতির অন্তর্ভুক্ত করার দাবি আমাদের দীর্ঘদিনের, উত্তরবঙ্গ নস্যশেখ উন্নয়ন পর্ষদ গঠন ও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়  একটি করে  আইন (ল) কলেজ প্রতিষ্ঠা করা, আব্বাস উদ্দিনের নামে ট্রেন, মাদ্রাসা স্কুল গুলিতে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগ শুরু করা প্রভৃতি  ছাড়াও  মোট দশ দফা দাবি নিয়ে  উত্তরবঙ্গ জুড়ে নস্যশেখ উন্নয়ন মঞ্চ আন্দোলন করে চলছে। তিনি আরও জানান আমাদের দাবি পূরণ না হলে গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। জেলা সভাপতি সইফুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজ আলি আহমেদ জানান। উত্তরবঙ্গ নস্যশেখ উন্নয়ন মঞ্চের আগামী দিনের আন্দোলনের জন্য প্রস্তুতিপর্ব শেষ। এই মূহুর্তে শুধু নির্দেশের অপেক্ষা। এদিন তিরিশ জন সদস্য বিশিষ্ট একটি  ব্লক কমিটি গঠিত হয়, সর্বসম্মতিক্রমে সভাপতি হন সফিউর রহমান।  সেই সঙ্গে ব্লক ডেপুটেশন ও অন্যান্য আন্দোলনের কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম নবী আজাদ সঠিক ভাবে কাজ করার নির্দেশ প্রদান করে।

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!