তৃনমূলকে ঠেকিয়ে দিল বাম – কং জোট হেমতাবাদের হাই মাদ্রাসার স্কুল কমিটির নির্বাচনে
পার্থ চাটার্জি (টী.এন.আই রায়গঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই রায়গঞ্জ, ১লা জানুয়ারি ২০১৮: রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে হারিয়ে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ইসলামপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে জয়লাভ করল বাম – কংগ্রেস জোট। গতকাল অর্থাৎ রবিবার ওই মাদ্রাসার পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধিদের ৬ টি আসনে নির্বাচন হয়। সকাল ৯ টায় শুরু হওয়া নির্বাচন শেষ হয় বিকাল চারটা নাগাদ। সন্ধ্যা সাতটা নাগাদ নির্বাচনের ফল প্রকাশ হয়। ৬ টি আসনেই জোট সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে। এদিনের ভোটের ফলাফলে চিন্তায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অপরদিকে জোট প্রার্থীরা জয়ী হওয়ায় খুশি বাম – কংগ্রেস নেতৃত্ব।
Facebook Comments