সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতে কচিকাঁচাদের নিয়ে বর্ষবরণ করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি, ১লা জানুয়ারি ২০১৮: অনান্যদের সঙ্গে পাল্লা দিয়ে বছরের প্রথম দিনে শিশু আলয়ের কচিকাচাদের নিয়ে চড়ুইভাতি করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। বছরের প্রথম দিন ব্লক প্রশাসন ও সিডিপিও-র পরামর্শেই অঙ্গনওয়াড়ি কর্মীদের দ্বারা কচিকাচাদের নিয়ে চড়ুইভাতির আয়োজন হয় সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েত,ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েত সহ বেশ কয়েকটি এলাকায়। কচিকাঁচাদের পাশাপাশি নিমন্ত্রিত ছিলেন অভিভাবকরাও। ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডা: সব্যসাচী মন্ডল ও সিডিপিও সন্দীপ দে প্রতিটি আয়োজিত চড়ুইভাতি এলাকা পরিদর্শন করেন।শিশুরা বড়দের মত আনন্দ উপভোগ করতে চান।আর তাদের বাইরে নিয়ে যাওয়াটা অনেকটা চাপের।তাই তাদের পিকনিকের আনন্দ দিতে অন্যান্য দিনের মতোই রান্না করা হয়েছে,তবে একটু আলাদা আমেজ নিয়ে। শিশু আলয়ের কাছে পিঠেই একটু বাইরে গিয়ে চড়ুইভাতি করা হয়।সঙ্গে ছিল শিশুদের খেলনা,ছোট দোলনা সহ নানা সামগ্রী।অভিভাবকরা বলেন, এর আগে ব্লকে শিশুদের নিয়ে এই ধরনের পিকনিক করা হয় নি। সাকোয়াঝোড়া ২ নং জিপি এলাকার তিনটি কেন্দ্র মিলিয়ে একসঙ্গে পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল।মা ও বাচ্চা মিলিয়ে প্রায় শতাধিক মানুষ অংশ নিয়েছিল। অঙ্গনওয়ারি কর্মীরা আবার নিজেদের থেকে অর্থ ব্যয়েও চড়ুইভাতির এদিনের আয়োজন আরো বৃহৎ করে তোলা হয়।সিডিপিও সন্দীপ দে বলেন, প্রতিদিনের বাধা ধরা নিয়মের থেকে একটু আলাদা করতেই এদিন চড়ুইভাতির আয়োজন করা হয়েছে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)