গয়েরকাটায় এশিয়ান হাইওয়ে ৪৮ এ দূর্ঘটনা
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১৮ই মার্চ ২০১৯: গয়েরকাটায় এশিয়ান হাইওয়ে ৪৮ এ দূর্ঘটনার কবলে পড়ল এলুমিনিয়ামের পাইপ বোঝাই একটি ট্রাক। ধূপগুড়ি দিক থেকে বীরপাড়া দিকে যাওয়ার সময় গয়েরকাটায় সড়কের ৯০ ডিগ্রি বাঁকের কাছে ট্রাকটি উলটে যায়। ট্রাকে থাকা এলুমিনিয়ামের পাইপ গুলি ছিটকে রাস্তার পাশের চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন দোকানের ভিতরে শুয়ে থাকা এক ব্যবসায়ী গণেশ পাল। স্থানীয় ব্যবসায়ীরা জানান গয়েরকাটায় এশিয়ান হাইওয়ের এই বাঁকটিতে পেরোতে গিয়ে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। দূর্ঘটনার জেরে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। বানারহাট থানা সূত্রে জানা গিয়েছে পুলিশ দূর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে আটক করেছে।
ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)
Facebook Comments