বানারহাটে পি.এইচ.ই’র পানীয় জলের পাইপলাইন পাখির মৃতদেহ, ক্ষুব্ধ বাশিন্দারা

অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই, বানারহাট, ১৬ই জুন, ২০১৮: বানারহাটে পি.এইচ.ই’র সরবরাহ করা পানীয় জলের পাইপলাইন থেকে বেরলপাখির মৃতদেহ, ক্ষুব্ধ বাশিন্দারা। জানাগিয়েছে বানারহাট ক্ষুদিরামপল্লী এলাকায় বাড়ি বাড়িতে সরবরাহ করা পানীয়জলের লাইন থেকে বিগত কয়েকদিন ধরেই পচা দুর্গন্ধ ও পাখির পালক বেরুচ্ছিল। স্থানীয় বাসিন্দারা পেটের নানান অসুখে ভুগতে শুরু করেছিলেন। তারা জানান বিদায়ী পঞ্চায়েত সদস্য এবং নব নির্বাচিত সদস্য উভয়ের সাথেই যোগাযোগ করলেও এর কোনও সুরাহা হয় নি, ফলে এদিন তারা চাঁদা তুলে জলের পাইপলাইন পরিস্কারের উদ্যোগ নেন। পাইপলাইন এর শেষ প্রান্ত খুঁড়তেই সেখান থেকে বেরুতেথেকে পাখির মৃতদেহ সহ নানান আবর্জনা। বানারহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের বিদায়ী পঞ্চায়েত প্রধান শ্রী ধনবাহাদুর ছেত্রী জানান তিনি ঘটনাটি জানার পরই যারা জল সরবরাহ করার দায়িত্বে রয়েছেন তাদের জানিয়েছেন। জলের মেইন পাইপলাইনে মৃতপাখির দেহ কিভাবে ঢুকলো সেই বিষয়ে তদন্ত করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা যাতে না হয়ে সেই লক্ষে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলে তিনি জানান।

ছবি: অঙ্কিতা সেন (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!