গরুমারা জাতীয় উদ্যান থেকে বেড়িয়ে আসা গণ্ডারকে আবারোও জঙ্গলে ফেরানোর চেষ্টা
অঙ্কিতা সেন (টি.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা জলপাইগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, বানারহাট, ১৮ই মার্চ ২০১৯: সোমবার সকালে নাগরাকাটা ব্লকের ডায়নার জঙ্গল ও জাতীয় সড়কের ধারে একটি অপ্রাপ্তবয়স্ক গণ্ডারকে ঘুরে বেড়াতে দেখা যায়। জঙ্গল থেকে গণ্ডার বেরিয়ে আসার খবর শুনে তড়িঘড়ি সেখানে ছুটে যান বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জে, ডায়না রেঞ্জ এর কর্মী ও আধিকারিকেরা। গরুমারা জঙ্গল থেকে বেড়িয়ে আসা গণ্ডারকে আবারোও জঙ্গলে নিরাপদে ফেরত পাঠাতে দিনভর নাজেহাল হলেন বনকর্মীরা। গণ্ডারটির নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং অপ্রীতিকর কোনও ঘটনা এড়াতে ঘটনাস্থলে বানারহাট থানার পুলিশ আধিকারিকেরাও পৌঁছান। দুপুরে গরুমারা থেকে তিনটি কুনকি হাতি নিয়ে আসা হয়।
বনদফতরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ রেঞ্জের আধিকারিক অর্ঘ্যদীপ রায় বলেন গণ্ডার বেরিয়ে আসার খবর জানা মাত্র বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পায়ে হেটে বা গাড়ি নিয়ে গণ্ডারটিকে তাড়িয়ে জঙ্গলে পাঠানো সম্ভব না হওয়ায়, গরুমারা থেকে কুনকি হাতি অরণ্য, বর্ষণ এবং ভোলানাথ’কে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে এসে পৌঁছান সাম্মানিক ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী। বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ বলেন জঙ্গল থেকে বেরিয়ে আসা গণ্ডারটিকে আবারোও নিরাপদে জঙ্গলে পাঠাতে বনকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর জন্য তিনটি কুনকি হাতিকেও কাজে লাগানো হয়েছে। পুলিশেরও সাহায্য নেওয়া হচ্ছে। আজ সন্ধ্যার মধ্যেই গণ্ডারটিকে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ছবি: নিজস্ব চিত্র (টি.এন.আই)