তিন দিন থেকে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কুচবিহারে
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার, ১লা জানুয়ারি ২০১৮: ফের যুবকের নিথর দেহ উদ্ধার এবং পরবর্তীতে চাঞ্চল্য কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায়৷ এবারের যুবক হল এক স্কুল ছাত্র। জানা যায় তিন দিন ধরে নিখোঁজ একাদশ শ্রেণীর ছাত্র সৌরভ দে৷ সৌরবের বাড়ি পুন্ডিবাড়ী থানার অন্তর্গত শিবযজ্ঞ এলাকায়। সে রামভোলা হাইস্কুলে পাঠরত ছিল৷ পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ এর অভিযোগ পুন্ডিবাড়ি থানায় করা হয়৷ আজ দুপুর নাগাদ মৃত দেহ উদ্ধার হয় নিউ কোচবিহার এলাকার বাইশগুড়ী মরা তোর্ষার ব্রিজের নিচ থেকে। মৃত দেহ উদ্ধার করে পুলিশ৷ পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে সৌরভ কে৷
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)
Facebook Comments