মেখলিগঞ্জে পুলিশের বাইক চেকিং করতে গিয়ে দুর্ঘটনা, আশঙ্কাজনক বৃদ্ধ

স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ, ৩১শে ডিসেম্বর ২০১৭: সেভ ড্রাইভ এন্ড সেভ লাইফ এর নিয়ন্ত্রণে ধাক্কা খেলো পুলিশ, লাগাতার একটানা বাইক চেকিং এবার ঘটালো এক বড় সর বিপত্তি৷ ঘটনা টি কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের৷ জানা যায় আজ মেখলিগঞ্জ বি.ডি.ও অফিস সংলগ্ন কামাত চ্যাংরাবান্দা এলাকায় মেখলিগঞ্জ পুলিশ এর পক্ষ থেকে বাইক চেকিং করা হয়৷ সব ঠিক ঠাক থাকলেও হঠাৎ এক বিপত্তি ঘটে৷ জানা যায় এক বাইক আরোহী দ্রুত গতিতে চেকিং পয়েন্ট এ ছুটে আসেন, নিয়ন্ত্রণ হাড়িয়ে পথ চলতি এক সাইকেল আরোহীকে ছিটকে দেন৷ বাইক আরোহী বিপদ বুঝে পালিয়ে যান৷

এরপর মাটিতে লুটিয়ে পড়া মুমূর্ষ বৃদ্ধকে পুলিশ তড়িঘড়ি চাঙ্গারাবান্ধা প্রাথমিক হাসপাতালে নিয়ে আসাহয়৷   অবস্থা বেগতিক দেখে ডাক্তার তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে রেফার করে দেন৷ অন্যদিকে, এলাকার বাসিন্দাদের অভিযোগ – যত্রতত্র এখন বাইক চেকিং বসছে, বাইক আরোহীরা আতঙ্কে বাইক চালান, যেকোন সময় দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন৷ স্থানীয় এক বাসিন্দা, তপন রায় জানান – যেখানে সেখানে বাইক চেকিং বসার জন্য আমাদের সমস্যায় পড়তে হচ্ছে৷

ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!