দাড়িভিটকাণ্ডে রাজনৈতিক মোকাবিলায় পরিবহনমন্ত্রীর জনসভার প্রস্তুতি সভা
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ২১শে অক্টোবর, ২০১৮: দাড়িভিটকাণ্ডে রাজনৈতিক মোকাবিলা করতে আগামী ২৭ অক্টোবর ইসলামপুর কোর্ট ময়দানে পরিবহনমন্ত্রীর জনসভা ঘিরে শাসকদলের প্রস্তুতি জোরকদমে। রবিবার ইসলামপুর পুরসভা ভবনে প্রস্তুতি সভা সারতে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রী থেকে শুরু করে তাবড় নেতারা হাজির হয়েছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের পরিবহণমন্ত্রী তথা উত্তর দিনাজপুর জেলার দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী, রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী সভায় উপস্থিত থাকবেন। এনিয়ে তৃণমূল ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই বিষয়ে আজ জেলা সভাপতি তথা ইটাহারের বিধায়ক অমল আচার্যের নেতৃত্বে ইসলামপুরে একটি সভার আয়োজন করা হয়। এদিনের সভায় জেলা সভাপতি অমল আচার্য ছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পুরচেয়ারম্যান কার্তিক চন্দ্র পাল, ইসলামপুরের পুরচেয়ারম্যান তথা বিধায়ক কানাই লাল আগরওয়াল, ডালখোলার পুরচেয়ারম্যান সুভাষ গোস্বামী।এছাড়াও ছিলেন করনদিঘির বিধায়ক মনোদেব সিনহা, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, গোয়ালপোখরের বিধায়ক তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী এবং জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, সহ সভাধিপতি ফারহাত বানু সহ জেলা নেতৃত্ব। এদিনের পরিবহনমন্ত্রীর জনসভার প্রস্তুতি সভাতেও উঠে আসে দারিভিট প্রসঙ্গ। দারিভিট ইস্যুতে শাসকদল তৃণমূল জনমত গড়ে তুলতেই যে বিশাল জনসভার আয়োজন করতে চলেছে সেবিষয়ে কোনও সন্দেহ নেই। আর তাই পরিবহনমন্ত্রীর জনসভা সফল করতে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত নেতৃত্বকে এমনকি মহিলাদেরও জনসভায় লোক নিয়ে আসতে আলাদা গাড়ির ব্যবস্থার নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি অমল আচার্য্য। সভা শেষে অমলবাবু দারিভিট উচ্চ বিদ্যালয়ের প্রসঙ্গে বলেন, শিক্ষা দপ্তরের তরফে স্কুল খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন সময় ছাত্র-ছাত্রীদের সমস্যার বিষয়ে উদ্যোগী হয়েছেন। তাই কোনও ছাত্র-ছাত্রীদের পরীক্ষার বিষয়ে কোনও সমস্যা হবে না।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)