শিলিগুড়িতে বাংলা আধুনিক গানের ডিভিডি ‘নীলআকাশ’ উন্মোচন হল

ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ২১শে অক্টোবর, ২০১৮: সদ্য সমাপ্ত শারদোৎসবের মহাপঞ্চমীর দিন, শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে শ্রীমতি মৌসুমী ঘোষের কথা, সুর ও কন্ঠে বাংলা আধুনিক গানের সম্ভার নিয়ে মোড়ক উন্মোচন হলো ‘নীলআকাশ’ এর। এই সাংবাদিক বৈঠকে নীলআকাশ ডিভিডির মোড়ক উন্মোচন করেন শহরের প্রখ্যাত আকাশবাণীর অবসরপ্রাপ্ত সংগীতশিল্পী শ্রী গোপাল কর্মকার মহাশয়। সেই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির অন্যতম তবলাবাদক শ্রী সুবীর অধিকারী মহাশয়। মৌসুমী দেবী টি.এন.আইকে জানান, “শহরের বুকে প্রচুর প্রখ্যাত শিল্পীরা রয়েছেন। তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি এই কর্মযজ্ঞে ব্রতী হয়েছি। প্রত্যেকের ভালোবাসা ও শুভেচ্ছা প্রাপ্তির অপেক্ষায়। সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাই।”

ছবি: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!