কুচবিহারে মায়ের বিরুদ্ধে নিজের ৫ মাসের শিশুকে মেরে ফেলার অভিযোগ
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিয়ার ২রা জানুয়ারি ২০১৮: নিজের ৮ মাসের শিশুকে মেরে ফেলার অভিযোগ মায়ের বিরুদ্ধে। গ্রেফতার করা হল মাকে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ৬ নম্বর ওয়ার্ডের প্রিয়গঞ্জ কলোনির রেডলাইট এলাকায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম পিঙ্কি সিংহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি শিলচরে।তিনি এক বছর থেকে কোচবিহারের ৬ নম্বর ওয়ার্ডের প্রিয়গঞ্জ কলোনিতে থাকেন। অভিযোগ, ওই মহিলা দেহ ব্যবসার সাথে জড়িত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলা তার ৮ মাসের শিশুকে প্রায়ই মারধর করত। এদিনও সকাল বেলা শিশুটিকে মারধোর করে। স্থানীয় মানুশ ই পুলিশ কে খবর দেয়।পুলিশ মহিলাকে গ্রেফতার করে এবং শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম যে এন হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।