সঞ্চালক নির্বাচনে পাঞ্জিপাড়ায় মহিলাদের অগ্রাধিকার
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, পাঞ্জিপাড়া, ১১ই অক্টোবর, ২০১৮: মহিলা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে সঞ্চালক নির্বাচনে ১০০ শতাংশ মহিলাদের অগ্রাধিকার দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতর সঞ্চালক গঠন প্রক্রিয়ায় এদিন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতর ৪ জন সদস্যকে নিয়ে সঞ্চালক বোড গঠন করল পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতর প্রধান মঞ্জু রানী মৃদ্ধা ও উপপ্রধান মহম্মদ রাহি । এই দিন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতর সমস্ত সদস্যকে নিয়ে একটি বৈঠক করেন এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় ৪ জন সদস্যকে নিয়ে একটি সঞ্চালক বোড গঠন করা হয়। এই বোর্ডে পূর্ত্যর দায়িত্বে আলিমা বেগম, নারী ও শিশু নূর বানু, শিক্ষা মুনেরা বেগম ও শিল্পের দায়িত্বে সাহেবা খাতুন। এই বোড গঠনের ফলে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতর বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজ করতে অনেক সুবিধা হবে বলে জানান পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতর প্রধান মঞ্জু রানী মৃদ্ধা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতর প্রাক্তন প্রধান শান্তি রঞ্জন মৃদ্ধা, পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতর অঞ্চল সভাপতি ফিরোজ খান, গোলাম মুস্তাফা সহ অন্যান্য নেতৃত্ব। পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মহম্মদ রাহী বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা এবং সারা বাংলায় উনি যেরকম উন্নয়নের জোয়ার তুলেছেন আমরাও চাই পাঞ্জিপাড়ায় আমাদের মহিলা সঞ্চালকদের হাত দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। তাই আমরা মহিলাদেরই বেশি প্রাধান্য দিয়েছি।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)