ইসলামপুরবাসীর বহুপ্রতীক্ষিত বিকালের রায়গঞ্জের বাসের সূচনা বিধায়কের
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, ইসলামপুর, ১০ই অক্টোবর, ২০১৮: বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালের দাবী মেনে বুধবার ইসলামপুরবাসীর বহুপ্রতীক্ষিত বিকালের ইসলামপুর-রায়গঞ্জ বাস সার্ভিস চালু হলো। ইসলামপুর বাস টার্মিনাস থেকে এদিন সকাল সাতটা নাগাদ পুরচেয়ারম্যান তথা বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল সবুজ ঝান্ডা দেখিয়ে ইসলামপুর-রায়গঞ্জ বাস পরিষেবার সূচনা করেন। এদিনের এই বাস সূচনায় ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন ও তৃণমূল নেতা গঙ্গেস দে সরকার সহ ইসলামপুরের ডিপো ইনচার্জ আশুতোষ দে ও অন্যান্যরা হাজির ছিলেন। জানা গিয়েছে, সকাল ৭টায় ইসলামপুর থেকে একটি বাস কর্নজোড়া যাবে এবং ওই বাসটি সন্ধ্যা ৬টায় কর্নজোড়া থেকে ছেড়ে ইসলামপুর আসবে। এছাড়াও শিলিগুড়ি-কোলকাতা রুটের সদ্য উদ্বোধন হওয়া এসি বাস সার্ভিসের অন লাইন বুকিং চালু হবে। ওই গাড়িতে বুকিং করলে যাত্রীরা ইসলামপুর থেকেই গাড়িতে চড়তে পারবেন। পাশাপাশি খুব শীঘ্রই ইসলামপুর থেকেই বায়ো টয়লেট সুবিধাযুক্ত কোলকাতা যাবার বাস পরিষেবা শুরু করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন বাস উদ্বোধন মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন বিধায়কের দাবি মেনে ইসলামপুর থেকে রায়গঞ্জ বাস সার্ভিস দুই দিনের মধ্যেই চালু করার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকে। এছাড়াও ইসলামপুর-কোলকাতা বাস চালু করা হবে।
ছবি: দীপঙ্কর দে (টি.এন.আই)