অনুষ্ঠিত হলো শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের টাইটানস্ অফ দ্যা মিডিয়া – ২০১৮
ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, শিলিগুড়ি, ৪ঠা অক্টোবর, ২০১৮: বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব ও রাউন্ড টেবিল ইন্ডিয়ার যৌথ উদ্যোগে শহরের উত্তরকন্যায় আয়োজন করা হয় ৩য় বর্ষীয় সাংবাদিক সম্মান উৎসবের, “টাইটানস্ অফ দ্য মিডিয়া”।

এদিন বিভিন্ন জেলার তথা শহর শিলিগুড়ির বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম, মুদ্রণ মাধ্যম ও আলোকচিত্রকরদের মিলিয়ে মোট ২৫ জনের হাতে সম্মান তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায় সহিত শ্রী ইন্দ্রনীল সেন, তথ্য ও সংস্কৃতি বিষয়ক ও পর্যটন মন্ত্রী তথা বিশিষ্ট গায়ক, শ্রী গৌতম দেব, উত্তরবঙ্গ পর্যটন মন্ত্রী, শ্রী সৌরভ চক্রবর্তী, সভাপতি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ছাড়াও শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরোধী দলনেতা শ্রী নান্টু পাল।
যে সমস্ত সুধী সাংবাদিকদের হাতে আজ সম্মান তুলে দেওয়া হয় তাঁরা হলেনঃ –
| সেরা সাংবাদিক (ইলেক্ট্রনিক মাধ্যম) | ||
|---|---|---|
| নাম | জেলা | সংবাদ সংস্থা |
| বিনয় শঙ্কর | দার্জিলিং | কলকাতা টিভি |
| মনোজ রাই | কালিম্পং | জি ২৪ ঘন্টা |
| রনি চৌধুরি | জলপাইগুড়ি | নিউজ ১৮ বাংলা |
| স্বপ্নশীষ চক্রবর্তী | আলিপুরদুয়ার | নিউজ টাইম |
| অনুপম সাহা | কুচবিহার | কলকাতা টিভি |
| অভিষেক দাস | মালদা | নিউজ টাইম |
| ভবানন্দ সিংহ | উত্তর দিনাজপুর | জি ২৪ ঘন্টা |
| শংকর কুমার রায় | দক্ষিণ দিনাজপুর | ক্যালকাটা নিউজ |
| সন্দীপ সরকার | শিলিগুড়ি | ক্যালকাটা নিউজ |
| সেরা সাংবাদিক (মুদ্রন মাধ্যম) | ||
| বিবেক ছেত্রী | দার্জিলিং | দ্যা টেলিগ্রাফ |
| নিশা ছেত্রী | কালিংপং | দ্যা স্টেটসম্যান |
| পিনাক প্রিয় ভট্টাচার্য্য | জলপাইগুড়ি | দ্যা টাইমস অফ ইন্ডিয়া |
| মইনুদ্দিন চিশতী | কুচবিহার | দ্যা টেলিগ্রাফ |
| রাজশ্রী প্রসাদ | মালদা | উত্তরবঙ্গ সংবাদ |
| কৌশিক সেন | উত্তর দিনাজপুর | দ্যা টেলিগ্রাফ |
| অনুপ রতন মোহন্ত | দক্ষিণ দিনাজপুর | আনন্দবাজার পত্রিকা |
| সঞ্জীব মন্ডল | শিলিগুড়ি | সংবাদ প্রতিদিন |
| সেরা আলোকচিত্রি | ||
| ধনরাজ ঘিসিং | দার্জিলিং | বর্তমান |
| সন্দীপ পাল | জলপাইগুড়ি | আনন্দবাজার পত্রিকা |
| আয়ুষ্মান চক্রবর্তী | আলিপুরদুয়ার | উত্তরবঙ্গ সংবাদ |
| হিমাংশু রঞ্জন দেব | কুচবিহার | আনন্দবাজার পত্রিকা |
| পঙ্কজ ঘোষ | মালদা | উত্তরবঙ্গ সংবাদ |
| হিমাংশু দাস | উত্তর দিনাজপুর | আজকাল |
| মজিদুর সরদার | দক্ষিণ দিনাজপুর | উত্তরবঙ্গ সংবাদ |
| বলাই সূত্রধর | শিলিগুড়ি | উত্তরবঙ্গ সংবাদ |
ছবি ও ভিডিও: ভাস্কর চক্রবর্তী (টি.এন.আই)