ফালাকাটায় এন.এন ৪৮ এর রেলগেট ভেঙ্গে আহত হলো ২ জন

অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৪ই মার্চ ২০১৮: রেল দপ্তরের চরম গাফিলতিতে, ভেঙ্গে পড়ল রেলগেটে, আহত হল দুই জন, প্রাণে বাঁচল বহু পথচারী, তবুও নীরব রইল রেল কর্তারা। ঘটনাটি ঘটেছে ফালাকাটা সুভাষপল্লী রেলগেট সংলগ্ন এন.এন ৪৮ এর রেলগেটটি ভেঙ্গে আহত হলো ২ জন। আহতদের নাম অসীম রায় এবং রনি সিং। প্রত্যক্ষদর্শীরা বলেন, আহত ব্যাক্তিরা ২ জনেই সে সময় দাঁড়িয়ে গল্প করছিলো। হটাৎই আচমকাই ভেঙ্গে পড়ে গেটটি আহতদের গায়ের ওপর। এদের মধ্যে একজন ঘাড়ে ও অপরজন চোট পেয়েছে পায়ে। ঘটনার পরে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল এই রাস্তা। এই ব্যাপারে রেল কর্তিপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে রেলের এই গাফিলতির সমালোচনা করছে এলাকাবাসী। ফালাকাটার মধ্যে ব্যাস্ততম রেলগেট এটি কিন্তু সঠিক পরিচর্যা নেই এই গেটগুলির। এর থেকে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে মন্তব্য প্রত্যক্ষদর্শীদের। এখানে রেল দপ্তরের চরম গাফিলতির পরিচয় ফুটে উঠেছে বলে মন্তব্য জনগণের।

ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!