দারিভিটকাণ্ড নিহত ছাত্রের বাবা’রা এবার বিচার চেয়ে রাষ্ট্রপতির শরণাপন্ন
দীপঙ্কর দে (টি.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, চোপড়া, ১লা অক্টোবর, ২০১৮: ইসলামপুরের দারিভিটকাণ্ড সোমবার পৌঁছে গেল রাষ্ট্রপতির দরবারে। দারিভিটে পুলিশের গুলিতে নিহত ছাত্র তাপস বর্মনের বাবা বাদল বর্মন এবং রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার ন্যায় বিচারের আশায় রাষ্ট্রপতির দরবারে। ইতিপূর্বেই গতকাল রবিবার নিহতের পরিবার জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি তাঁরা গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সাথেও দেখা করেন নিহতের পরিবার। দারিভিটকাণ্ডে নিহতের পরিবার উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব, মুকুল রায় ও দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এদিন রাষ্ট্রপতি ভবনে পৌঁছান। বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, আমরা নিহতের পরিবারের সাথে সকাল ১১টা নাগাদ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে সাক্ষাৎ করি। উনি আমাদের ৩০ মিনিট সময় দিয়েছেন। নিহতের পরিবারকে সব রকমের সাংবিধানিক ন্যায় বিচারের ব্যবস্থার বিষয়ে রাষ্ট্রপতি আমাদের আস্বস্ত করেছেন।
সংবাদচিত্র