মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ নেতা খুনের আসামির জামিন, এলাকা থমথমে
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টি.এন.আই, আগরতলা, ১৮ই সেপ্টেম্বর, ২০১৮: আগরতলার মিলনচক্র এলাকা এখন থমথমে। এর কারন গতকাল বিশ্বজিৎ পাল হত্যাকাণ্ডের মূল চক্রী বা ‘মাষ্টারমাইন্ড’ প্রাণজিৎ ভৌমিক জামিনে মুক্তি পেয়ে গেছে। এলাকার মানুষের ক্ষোভ পুলিশের ভুমিকা নিয়ে। এলাকার মানুষের অভিযোগ যে পুলিশ অতি লঘু ভাবে বিশ্বজিৎ পাল হত্যাকাণ্ডের মামলা করাতেই জামিনে ছারা পেয়ে গেল খুনি। উল্লেখ্য গত ২৪সে জুন রাতে খুন হয় মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ নেতা বিশ্বজিৎ পাল। প্রথমে তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিজেপিতে যোগ দেন। বাড়িতে তার মা, বাবা, স্ত্রী, কন্যা ও ছোট ভাই আছে। এলাকায় উত্তেজনার পরিবেশ হওয়ার জন্যে পুলিশ মোতায়ন করা হয়েছে।
ছবিঃ সংবাদ চিত্র
Facebook Comments