বনধ্ করতে এবং রুখতে বিজেপি – তৃনমূল সংঘর্ষ, আহত ও গ্রেপ্তার বহু
স্বপন রায় বীর (টি.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টি.এন.আই, মেখলীগঞ্জ, ২৬শে সেপ্টেম্বর, ২০১৮: আজ সকাল থেকেই উত্তেজনা ছিল মেখলীগঞ্জে। শহর জুড়ে তৃনমূল – বিজেপি সংঘর্ষ ছিল অব্যাহত। সংঘর্ষ রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয় পুলিশকে। এতে আহত বেশ কিছু তৃনমূল সমর্থক। সূত্রের খবর অন্তত ২০০ জন বিজেপি সমর্থক এবং কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে থানার মধ্যেই গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের লক্ষ করে ইট পাথর ছুরতে থাকে তৃনমূল সমর্থকরা৷ এরপরে শহরে বিজেপি পার্টি অফিস ভাঙ্গচুরও করা হয়। এতে আহত হয় বিজেপির তিনজন এবং তৃণমূল কংগ্রেস এর একজন।
ছবি ও ভিডিও: স্বপন রায় বীর (টি.এন.আই)
Facebook Comments